ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইন রাখায় সুপারভাইজারের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখায় সুপারভাইজারের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে বাস সুপারভাইজার মেহেদী হাসান সিকান্দারকে (৪৪) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে ফরিদপুরের মধুখালী উপজেলার বাঘাট গ্রামের মোত্তালেব হোসেন আবুর ছেলে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. এরফান উল্লাহ এ রায় দেন।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াচ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী হানিফ এক্সক্লুসিভ পরিবহণে তল্লাশি চালিয়ে ৯২৫ গ্রাম হেরোইনসহ ওই সুপারভাইজারকে গ্রেফতার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে হানিফ পরিবহণের কুষ্টিয়া কাউন্টার রকিবুল ইসলাম বাবু এ হেরোইন ব্যবসায় জড়িত উল্লেখ করেন। পরবর্তীতে কুষ্টিয়া থেকে তাকেও গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১২ এর ডিএডি মফিজুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় দেন এবং রকিবুল ইসলাম বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলা,আদালত,হেরোইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত